তুমি কি! আমার সেই তুমি
ভেবেছিলাম যাকে ছাড়া জীবন
আবার কী?
দিব্যি তো আছি !
তুমি হয়ত আমার সেই তুমি নও
যাকে না দেখে বুকের যন্ত্রনাটা
অনবরত বেড়ে যায়।
তোমাকে ছাড়া আমি ত দিব্যি আছি।
তুমি আমার অনেক তুমির মধ্যে
হয়ত কোন এক তুমি
সামনে থাকলে মন চনমন
দূরে থাকলেও মন চনমন
তুমি হয়ত আমার সেই আলো
আঁধার আসলে যাকে সহজে ভোলা যায়।
সবাই তো প্রিয় তুমি হতে পারে না
তুমিও আমার সেই প্রিয় তুমি নও
তাই তোমায় না দেখলে
মন গুমরে কাঁদে না।
হাত হাতে রাখার জন্য
যন্ত্রনায় ছটপট করে না।
আর ঠোঁট নিশ্চল হয়ে ঘুমায়।
তুমি কি আমার সেই তুমি
হতে পারবে কি?