তুমি ঘাসের মতো হও
আগলে ধরে থাকো
ভালোবাসা দিয়ে তার বুক।
তুমি ঘাসের মতো হও
রূক্ষ কর্কশ মাটিকেও
ভালোবেসে রও।
তুমি ঘাসের মতো হও
মরা মনে সবুজ-প্রান দাও।
শত লাঞ্ছনা সহ্য করেও
মাটিকে ভালোবেসে মাটিতে রও।
অহংকারী পাহাড়
আছড়ে পড়ে তোমার উপর।
তারেও ভালোবেসে বুকে লও।
তুমিও ঘাসের মতো হও।
তোমাকে পদদলিত করে
রক্তাক্ত করে তোমার হৃদয়
তবুও ভালোবেসে মাটিতে রও।
তাই তুমিও ঘাসের মতো হও।