তুহিনা ,
তুমি কবে আমাকে জমিয়ে দেবে
বরফের মতো ।
আমার উষ্ণ রক্ত জমাট বেঁধে
বরফ হয়ে যাবে।
আমি তোমার মধ্যে, তুমি আমার মধ্যে
লুকিয়ে থাকবে ।
ভালুকের শীত ঘুমের মত বা সাপের মতো,
ব্যাং এর রক্ত মত নয় ।
আমার লাল রক্ত জমাট বেঁধে
সাদা বরফ হয়ে যাবে।
আমরা জাগব না এখন
ক্লান্ত পৃথিবীর রক্তের ভিতর।

তুহিনা,
তুমি আমাকে জমিয়ে দাও
বরফের মত।
অফুরন্ত সময় থাকবে পরস্পরকে
-বোঝার মত।
ব্যস্ত সময়ের মধ্যেই হারিয়ে গেছে
মানুষে মানুষে বোঝাপড়া ।
মনুষ্যত্বের অবনমন দেখে দেখে ক্লান্ত
-এ শরীর মন।
এখানে সবাই ঘুমানোর বৃথা চেষ্টা
অনবরত করে যায়।
মানুষের মিথ্যা অভিনয় ,
প্রতিদিন বেঁচে থাকার লড়াই ,
লড়াই! লড়াই! শুধু লড়াই
-অর্থের জন্য ।
একটু ভালোবাসার কথা
ভুলে গেছে কবে।
তুহিনা,আমরা আবার জেগে উঠব,
ক্লান্তির শেষে পৃথিবী আবার
নতুন সূর্যের আলোয় জেগে উঠবে
আমাদেরও জাগিয়ে দেবে।