তোমরা ভাঙতে জানো,
সুন্দর শিল্প ধ্ব্ংস করতে জানো,
আর জানো শিল্পী সত্তাকে অবরূদ্ধ করতে,
কিন্তু তোমরা কি সফল?
তোমরা যতই গুড়িয়ে দাও
তোমরা যতই কারারুদ্ধ করো
পেরেছ কি চেতনা কাড়তে?
পেরেছিলে কি সক্রেটিসের চিন্তা কাড়তে?
পেরেছিলে কি গ্যালিলিও কেও?
"কারার ঐ লৌহ কপাট "পেরেছিল কি
কবিকে দমিয়ে রাখতে?