তোমাকে কি করে ভুলতে পারি ?
মেঘ ছাড়া কেউ কি দেখেছে বৃষ্টি?
তুমি ছাড়া আমার কবিতা তো মৃত।
একটা পঁচা গন্ধ বেড়িয়ে আসে-
কবিতার প্রতিটি বর্ন,শব্দ,বাক্য থেকে।
তোমাকে তো বেঁচে থাকতে হবে,
কবিতার হৃদয়ের হৃৎস্পন্দন হয়ে,
বেঁচে থাকতে হবে প্রতিটি বর্ণে
বেঁচে থাকতে হবে প্রতিটি শব্দে
বেঁচে থাকতে হবে প্রতিটি বাক্যে।
জীবন্ত কবিতা তোমার অনুভূতির ভাবে
কবিতার প্রতিটি বাক্য ভরে ওঠে সুবাসে।
পানি ছাড়া কি মাছ বাঁচতে পারে?
তুমি তো সেই পানি আমার কবিতার।
তোমাকে ছাড়া ছটপট করে কবিতা।
আমার কবিতা তো তোমারই জন্য।