তোমার ইচ্ছে ,আমাকে ছেড়ে যাওয়া
যদি ভেবে থাকো এই রকম -তবে যাও!
তোমাকে যেতে দেব- কোন বাঁধা ছাড়া,
কিন্তু তোমার কথা আমার স্মৃতির পথে ,
বারে বারে হাজির হবে- চিন্তা থমকে যাবে।
বদ্ধ ঘরে নাই নদী বয়ে দেবো বা
বাথরুমে বেসিনের জলে সাথে দুঃখ মিশিয়ে
ড্রেনের বিচ্ছিরি জলের বীভৎস গন্ধের সাথে বয়ে যাবে ।
ভালোবাসায় রজনীগন্ধার গন্ধ আর হয়ত পাবে না।
কিন্তু যতবার ঐ ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাবে
বিচ্ছেদের পঁচা- গন্ধে তোমার নাক বন্ধ হয়ে যাবে।
তুমি এখনও যদি ভাবো আমাদের ভালোবাসা
ড্রেনের জলের মতো দুরগন্ধময় তবে আর ....