তোমাকে তো চাইনি এভাবে
সূর্যালোকের বাইরের স্তরে।
নিটোল বক্ষযুগলের কিঞ্চিত উঁকি
শান্ত চক্ষু যুগলের ভিতর অস্থির।
তোমাকে তো চাইনি এভাবে
অস্থির আঁধারে শান্তভাবে ।
গোধূলির রক্তিমাভা লেগে ঠোঁটে
আলুথালু মনে ঝড় ওঠে।
তোমাকে তো চেয়েছি এভাবে
শান্ত শামুকের গভীর আবরনে।
মনঃচক্ষ দেহ সমুদ্রের ভয়ংকর ঝড়
শান্ত নদীর তীরে তুমি আকর।