তোমাকে মনে পড়ে
গভীর আঁধার যখন নেমে আসে।
অন্ধকার তোমার খুব প্রিয় ছিল ।
অন্ধকারের আকাশে নক্ষত্রের
উজ্জ্বলতা যা তুমি গায়ে মাখতে।

তোমাকে মনে পড়ে
নদীর কিনারে গিয়ে দাঁড়ালে ।
তোমার কোমল পায়ে জলের ধারা
খেলে যেত ছোট ছোট মাছের দল,
কাশফুলের পালক তোমার কেশে।

তোমায় মনে পড়ে ,
ঝমঝম বৃষ্টির জলের ফোঁটায়,
তোমার সেই বেরিয়ে পড়ে গায়ে মাখা,
মুঠির মধ্যে জল ধরে আমায় ছুড়ে দেওয়া,
বজ্রপাতের আলোয় তোমার চুল মেলা।

তোমাকে খুব মনে পড়ে
রাত, বৃষ্টি, নদীর কিনারা,
আমাকে পাগল করে দেয় তোমার অদেখা ,
কেমনে আছো তুমি রাত , বৃষ্টি,নদীর কিনার ছেড়ে,
ফিরে এসো তার থেকে ফিরে এসো  -এখানে।