তোমাকে দেওয়া কথা
যাচ্ছে চলে প্রতিদিন দূরে
তোমার চোখের স্বপ্নখানি
কেমনে প্রতিদিন হচ্ছে হয়রানি।
সহজ সরল জীবন খানি
হচ্ছে গতি হারা নদী জানি।
তোমাকে দেওয়া কথা
গাঢ় সবুজের বাগানখানি
শীতল জলধারার নদীখানির
পূর্ব পারে সবুজ তৃণভূমি
স্বপ্ন মায়ায় জড়িয়ে ঘুম
ভেবেছিলে ভাঙবে ঘুম
নরম আলোর শৈশবে।
হারিয়ে যায় দেওয়া কথা
বোঝেনা কেউ আমাদের কথা
ছিনিয়ে নেয় সব কিছু
পড়ে থাকে কুঁকড়ে কাঁদা স্বপ্ন টুকু।