তোমাকে দেখলে সব যাতনা
কেমন নিমেষে দূর হয়ে যায়।
হাজার বছরের চেনা মুখটা
মনের মধ্যে যেন ভেসে ওঠে ।
ইতিহাসের সেই নারী রূপ,
দিয়েছিলে ভক্তিতে নতুন জীবন ,
ঠিক তেমনি মনে হয় তোমাকে।
মরা মনটায় খুশির জোয়ার আসে।
ভালোবাসতে পারবে না জানি তবু ও
তোমায় দেখে কেমন যেন হয়!
গ্ৰহন করতে পারবে না জানি
তবুও তোমায় দেখে মনের ঝড় থামে।
মন তো বর্জন  করতে পারেনি তোমায়,
চেতনা সব এলোমেলো হয়ে যায়,
সব সময়  তোমার কাছে অসাড় হয়ে যায়।
মনে হয় সব ছেড়ে আমায় ভালোবাসো
শুধু আমায় , শুধু আমায় ভালোবাসো।