রাধাচূড়া ,তুমি কার প্রহর গোনো?
সে তো আসিবে সেই বসন্তের শেষে -তিন ঋতুর পরে।
দেখি লাল হলুদের বেশে তোমার পাপড়ি মেলা
দাঁড়িয়ে আছ বাগিচা বা পথের ধারে একা।
দেখে মনে পড়ে তার কথা- হৃদয়ে আছে যে
লাল হলুদের পাপড়ি সেও দিয়েছিল মেলে-
কোন এক হেমন্তের ঝলমলে আলোতে ।
তোমার সাথে গল্প করি ,শুনি তোমার দুঃখের কথা,
শোনায় আমার ব্যথা,একই সূত্রে দুজনে গাঁথা ,
আমারও তার সাথে তিন ঋতুর পরে হয় দেখা।