কত আদর যত্নে
বড় হয়েছি পিতৃগৃহে
কোন রাজকন্যার থেকে
নয় কম একটু যে।
হাড়ভাঙা পরিশ্রমে
জমিয়ে যে ধনরাশি
কোন রাজপুত্রের ঘরে
পিতামাতা দিল তুলি ।
সরকারী চাকুরী
দাবী অনেক বেশি
পিতামাতা তাতে খুশি
জামাই সরকারী চাকুরী।
প্রথম প্রথম আদর যত
পড়ে বাড়ল কাজ কত
রান্নাঘরে দিনরাত
কাটে সময় যত।
সব তরকারিতে তেজপাতা
স্বাদ বাড়ায় অতি উত্তম
পাতে তার হয় না জায়গা
আমি কি অতি অধম?
সবকিছুতে তেজপাতা
সব কাজে আমি
তরকারিতে বাড়ে স্বাদ
কমে না তাদের দাবি।
তেজপাতা আর আমি
রান্নাঘরে যে মূল্যবেশি
জ্বলে পুড়ে স্বাদ
বাড়ায় কি বেশি?