তার হৃদয়ে প্রেম ছিল বর্ষার ঝরে পড়া বৃষ্টির মত
কোন দিন দেখিনি তার হৃদয় ক্লান্ত -শীতের সূর্যের মত।
ঝরে নাকো তার হৃদয় হেমন্তের শিশিরের মতো
কুনো বকের ঘাপটি মেরে বসে ঝুপ করে মাছ ধরার মত।
ভুলেছি কবে তারে ,নক্ষত্রের আলো হয়েছে মলিন
সব গিয়েছে ভূলে ,শুধু ভুলেনি তার হৃদয়-এ জীবন।
যে হৃদয় ছিল অগাধ স্বপ্ন-অসীম ভালোবাসার গন্ধ মেখে
কালের গর্ভে হয়নি কো ফিকে আজও লেগে আছে ওষ্ঠে।
গেছি তার বাড়ির সামনে দিয়ে বার দুয়েক দীর্ঘ জীবনে
পায়নি দেখা কোন গল্পের মতো বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে।
হায়! ছিল তার প্রেম আমার জন্যে তার হৃদয়ে অগাধ
খাঁটি সোনার মত চকচকে সে প্রেম ছিল আমার সাধ।
হারিয়েছি তার সে নিষাদ প্রেম, হারিয়েছি তার হৃদয়
এখন সে হয়েছে সংসারী, হয়নি নষ্ট তার হৃদয়।