তাকে দেখেছিলাম -
কোন এক গভীর অন্ধকারে ।
রাতের আকাশ মেঘমুক্ত ,
সীমাহীন তারাদের অপলক দৃষ্টি।
শিশির ভেজা ঘাসের উপর
তার খালি পায়ে হেঁটে যাওয়ার,
শব্দ ঝিঁঝিঁ পোকার ডাকের সাথে,
দিগন্ত হীন মাঠে মিশে যাওয়া।
চোখ দুটো তার অন্ধকারে
পথ চেনাই বারে বারে
জোনাকির দল তার আঁধার কেশে
খেলে বেড়ায় তারাদের সাথে।
ঐ দূরে- থেকে থেকে নদীর
জলের কান্না ভেসে আসে।
হেঁটেই যায় সে ঐ পারে
অচিন দেশের কোনখানে!