সে বলেছিল -বিশ্বাস রাখো
বিশ্বাস রেখে ছিলাম।
সে বলেছিল- ধৈর্য রাখো
ধৈর্য রেখেছিলাম।
সে বলেছিল -সব সহজ হয়ে যাবে
ভরসা করেছিলাম।
সে বলেছিল- জোয়ার ভাটার কথা
চুপ করে শুনেছিলাম।
আলো আঁধারের বৈপরীত্য
বুঝতে চেয়েছিলাম।
একদিন তার কথায় বিশ্বাস করে
বাড়ি ছেড়ে এসেছিলাম।
বিশ্বাস, ধৈর্য,ভরসা শব্দগুলো
এখন কানে অবিরাম বাজে।
তার শুধু আমাকে দরকার
আমার স্বপ্ন নয়।
আমার জন্য তার সে মরিয়া চেষ্টা
ভেবেছিলাম গভীর ভালোবাসা।
কত লড়াই,কত যুদ্ধ করেছি
শুধু তার জন্য।
সে -স্বপ্নকে ভরসা দিয়েছিল
স্বপ্ন তাকে বিশ্বাস করেছিল।
চেয়েছিলাম বড় হতে
সে বলল ঘরে থাকতে।
সন্তান-সংসার আর কি
দরকার আছে?
যাকে ভালোবেসেছিলাম
সে কি ও ?
শুধু চেয়েছিলাম নিজ
পায়ে দাঁড়িয়ে থাকতে।
শুধু চেয়েছিলাম তাকে
পাশে দাঁড়িয়ে থাকতে।
সব আছে স্বামী, সন্তান, সংসার
শুধু নেই সে আগের মতো।
স্বপ্ন কবরে লুকিয়ে কাঁদে
বালিশ ভেজা চোখে।