আমি তাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে দিই
কোন ঘুমপাড়ানি গান না বা কোন ওষুধ নয়,
ঘুম পাড়ায় কোন রঙ্গীন স্বপ্নের কথা শুনিয়ে,
সে বোঝে না এমন নয় বাস্তবকে - তবুও শোনে,
সে আমাকে বলতে পারত কেন মিথ্যা স্বপ্ন দেখাও?
সে বেঁচে থাকতে চায় মিথ্যা স্বপ্নের বাজারে -
যে স্বপ্ন প্রতিদিন আমি তাকে কিনে দেবো বলেছি,
সেই মরা- স্বপ্নকে ভালোবেসে সে নীরবে ঘুমায়।

একদিন কত স্বপ্ন তাকে দেখিয়েছিলাম
কতবার স্বপ্ন-জগতে তাকে নিয়ে ঘুরতে বার হয়েছিলাম।
প্রতিপদেপদে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি
যার জন্য অগাধ সময় ছিল আজ আর নেই  দামী সময়।
তার স্বপ্নের ইমারতের প্রতিটি ইঁট নিজের হাতে খুলেছি ,
সে  চেয়েছিল কি তার জীবন এইভাবে?
যে জীবন সে ছেড়ে এসেছে কত স্বপ্ন ছিল তাতে।
তার প্রতিটি স্বপনকে গলা টিপে হত্যা করেছি,
আমি কি হত্যাকারী নয়?
এ হত্যার বিচার হবে কোন আদালতে ?
নিজের মনকে বার বার দগ্ধ হতে দেখেছি
তাই প্রতিরাতে স্বপ্ন দেখায়- ঘুম পাড়ায় -মিথ্যা স্বপ্নের ওষুধে।