তোমাকে আজ খুব দরকার
আবার গভীর তপস্যায় মগ্ন
মানবতার প্রেমের খোঁজে
আমাদের বুদ্ধ।

তুমি আছো লুকিয়ে কোথায়?
শীর্ণকায় বুদ্ধ হয়ত জাগবে তপস্যায়!
দেবে জীবন -সুধা এগিয়ে
জাগবে আমাদের বুদ্ধ আবার !

জাগবে বুদ্ধ,জাগবে মানবতা
জাগবে প্রেম,জাগবে ভালোবাসা
তোমার অপেক্ষায় আছে বুদ্ধ
জীবনদায়ী হে সুজাতা।