তোমাকে চুম্বন করতে গিয়ে
তোমার চোখে দেখেছি অগাধ প্রেমে
বহু সভ্যতার অপমৃত্যু ।
গোধূলি লগ্ন আকাশের
ফ্যাকাশে লালের মত মৃতদেহ।
কত হাজার হাজার বছরের
মৃত্যু পিয়াসী তোমার চোখ।
এখনও রক্তের নেশা লেগে আছে
তোমার বিভৎস সুন্দর চোখে।
ধূসর ফ্যাকাশে মৃতের আত্মারা
আজও পথ চেয়ে আছে ম‌ত্যুর!
তোমার টানা চোখে চেয়েছিলাম শান্তি
তোমার চোখে ভালোবাসা নেই কি?
বেঁচে থাকার লড়াইয়ে পশু মারে পশুকে
আমরা নয়ত পশু;তবুও কেন এত রক্ত ঝরে?
নেই রাজা, নেই সম্রাট, নেই কোন সাম্রাজ্য
তবুও; কালো হয়নি আজও তোমার রক্তচক্ষু।
তোমার চোখে চেয়েছি ভালোবাসার সমুদ্র
  কিন্তু ,তোমার চোখে ভাসে লাশের দুর্গন্ধ ।
ভালোবাসার গন্ধ পৌছায় না কি তোমার ঠোঁটে
যা দিয়েছিলাম ভালোবেসে গভীর চুম্বনে।
তাই কি এত বেপরোয়া তোমার ভালবাসা
রক্তমাখা লাশের উপর উদ্দাম করে নৃত্য।
একটু শান্তি লোভে তাকিয়ে থাকি তোমার চোখে
আজও কেন মৃত্যুর ছবি শুধু দেখি তোমার চোখে।
মুছে যাবে কবে রক্ত জানো কি তুমি?
জাগবে প্রেম তোমার ভিতরে চিরস্থির।
দাও তাদের তোমার আঁখি জলে বিলীন করে
নাও মোরে তোমার আঁখির মধ্যে ভালোবেসে।