শিশিরের শব্দ শুনে ভেবেছি তুমি -
নীল শাড়িতে দাঁড়িয়ে আছ শিউলি তলে,
আমার তো অপরাজিতার বাগান ,
অজস্র নীল অপরাজিতা তোমার জন্য,
অনেক বছর থেকে অপেক্ষায় আছে,
কিন্তু তুমি শিউলি তলে কেন?

নীল রং তোমার প্রিয় নয়?
তোমাকে তো নীল রং পড়তে দেখেছি
আমার কি দেখা ভুল ছিল?
না সব রংই আমার চোখে নীল?
নীলোৎপল জলাশয়ে ফোঁটার অপেক্ষায় আছে
তবে কি তারা কুঁড়ি হয়েই থাকবে?

দিনে তোমার অপেক্ষায় থাকি-
কিন্তু তুমি ত এখন শিশিরের শব্দে আসো।
এখন কি তুমি ধূসর আলো ভালোবাসো?
তাই কি অপরাজিতার বাগান ছেড়ে শিউলি তলে দাঁড়াও?

তুমি তো আগে আকাশ নীল দেখতে
মহাসাগরের নীল জলে খেলা করতে ।
নীল গিরির ঐ  নীলকুরিঞ্জি ফুল ফোটার -
দীর্ঘ অপেক্ষা তোমায়  দেখেছি করতে ,
আজ তুমি ধূসর সাদা রংকে ভালোবেসে ফেলেছো।
তাই কি তুমি শিশিরের শব্দে এসে
শিউলি তলে মরা ফুলের মালা গাঁথো?