গাছ তো দাঁড়িয়ে থাকে
শত শত ঝড় সামলে,
পাহাড় তো মাথা উঁচু করে,
তবে মানুষ নয় কেন?
শিরদাঁড়া বেঁকে গেছে
যার বেঁকেনি সে অদৃশ্য হয়ে গেছে
অমেরুদণ্ডীর মত জীবন
পারবে কি পাহাড় হতে?
শিরদাঁড়া হারিয়ে গেছে
লোভের সাগরের জলে
ক্ষমতার আস্ফালনে
অর্থের চাটুকারিতায়।