বই -পেন- খাতা
জ্ঞান ঠাসা মাথা,
এর বাইরে নেই
আর কিছু- শুধু শিক্ষকতা।
অকাতরে বিলিয়ে জ্ঞান
লাভ -লোকসানের অঙ্ক ছাড়া।
সমাজ গড়ে , সমাজ বদলানোর
ভাবনার বীজ রোপন করে।
সেই বীজ কখনো হয় বনস্পতি
কখনো বা হয়না অঙ্কুরোদগম ।