যতই যায় ততই আঁধার
ভেদ করে কান্ড উঠে যায়
আলো ভাগ্যে জোটে না
পাতা , ডালপালা শুষে নেয়।
লড়াই করি খাদ্যের জন্য
টেনে নেয় ওপরের অংশ।
দাঁড়িয়ে থাকে গাছ
কষ্ঠ করি দিবারাত।
ফোটে ওপরের সৌন্দর্য
মোর ভাগ্যে রয় নিরানন্দ।
ফুল বা ফল পায় মূল্য
রয়ে যায় আমি অমূল্য।