হৃদয়ের সাথে তার হৃদয়ের
হয়নি  কোন বিনিময় যে।
গড়ে ওঠেনি কোন মন সেতু
পারাপার হয়নি তার হৃদয়ে।

দুর্গম গিরির মধ্যে গড়ে ওঠে সেতু
ভয়ংকর ঢেউয়ের মধ্যে হয় পারাপার
কত চেষ্টা করেছি তার মনে ঢোকার
সেতু তৈরি করছি আর তা যায় ভেঙে বারবার।

প্রেমের মত দুর্গম গিরিতে নয় সোজা পারাপার
সহজ হয় তখনি মনে মনে হয় বিনিময় যখনি
তার প্রেমে দিতে চেয়েছিলেম ডুব খানি
ডোবার মত জল ছিল না, গড়ে ওঠেনি সেতুখানি।

এখনও বসে আছি তার মন ভুমিতে
যদি পারি কংক্রিটের সেতু গড়ে তুলতে।
ধীরে ধীরে ভিত কাটার অনবরত চেষ্টাতে
হৃদয়ে -হৃদয়ের মাঝে যদি সেতুখানি ওঠে গড়ে।