সেই ছেলেটি হয়ত
যে প্রতিদিন দাঁড়িয়ে থাকত!
সেই ছেলেটি হয়ত-
আস্তে যেতে দেখতাম তাকে,
রৌদ্র জলে দাঁড়িয়ে আছে
মনে হয় শুধু আমার জন্য।
আরও অনেক ছেলে দাঁড়িয়ে থাকে
হয়ত অন্য কারোর জন্য।
সেই ছেলেটি হয়ত-
বেসেছিল ভালো আমারে গোপনে।
সব ভাগ্যে জোটে না প্রেম।
সব প্রেম পায় না প্রকাশ।
সেই ছেলেটি হয়ত
বলব বলব করে বলেনি লজ্জায়,
যদি প্রেম ঠুকরায়।
তখন যেতাম একা কলেজে
এখন জীবন সাথী আছে।
সেই ছেলেটি আজও দেখে
বেড়েছে ছায়া আর একটা যে।
কত প্রেম  চাপা পড়ে কবরে
সূর্যের আলো নাই চেনে তারে।