তোমরা সংখ্যার জোরে
কেড়ে নিতে পার না
আমার দেশ আমার মাটি।
তোমরা সংখ্যার জোরে
বলতে পার না
আমরা বিদেশি।
তোমরা সংখ্যার জোরে
বদলাতে পার না
আমার বেশ আমার দেশ।