সঙ্গী সে আমার নির্জনতায়
সঙ্গী সে আমার দেবদারুর ফাঁকে ।
সঙ্গী সে আমার তিতাস নদীর গোপন পারে
সঙ্গী সে আমার ঠোঁটে ঠোঁট রাখে।
সঙ্গী সে আমার পাগলা বাদল দিনে
সঙ্গী সে আমার উন্মাদ মনের কারাগারে ।
সঙ্গী সে আমার কবিতার পাতা
সঙ্গী সে আমার নিরন্তন ভালোবাসা।
সঙ্গী সে আমার কান্না হাসির
সঙ্গী সে আমার আঁধার রাত্রির।