দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি সময় গেছে চলে
সে কোন দিন দাঁড়ায় নি কারোর জন্যে ,
অপেক্ষায় থাকি সে আসবে বলে
এসেই সে চলে যাই দাঁড়ায় না যে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি -
সেকেন্ড চলে যায়
মিনিট চলে যায়
ঘন্টা চলে যায়।
দিন পার হয়ে যায় ,
মাস পার হয়ে যায়,
বছর পার হয়ে যায়।
জীবন থেকে ঝরে যায় -
একটি করে দিন
একটি করে বছর।
দেখেছি শৈশব হারাতে,
দেখেছি কৈশোর হারাতে,
দেখেছি যৌবন হারাতে।
আর দেখেছি -
সুন্দর কালোচুল সাদা হতে
সুন্দর মসৃন চামড়া কুঁচকে যেতে
ধবধবে সাদা দাঁত খসে যেতে।
কত প্রিয়জনকে সে নিয়েছে কেড়ে।
দাঁড়িয়ে দেখেছি কত বদলাতে
বদলায়নি সে আজও একই রকম আছে ।
সব যন্ত্রনাকে সে সারিয়ে দেয় তার তালে।
একদিন হারিয়ে যাব তার কাছে ।
সবাই হারিয়ে যাবে তার কাছে ।
সে চলবে যেমন চলছে
জরা মৃত্যু পারবে না তাকে ছুঁতে ।