সখি,প্রেম কী?
যাহা যাতনা দেয় বেশি?
এর থেকে বেশী যাতনা
রাধার হৃদয়ে কি?
দেহ মন সব দিয়ে
পেল শেষে শূন্যতা!
তবু যুগান্তরে চলিবে এ লীলা
ভাঙা গড়ার খেলা।
সখি,আমাদের প্রেমে শূন্যতা নেই?
যাতনায় ছটপট করে মন
বিরহে বিরহে লাগে ফাগুন।
বিরহী যক্ষের ছিল মেঘদূত
সখি , আমার নেই কোন দূত।
তাই সখি,একা বসে রচি কবিতা
মনের জলে চলে লেখা।