পাখি হয়ে তুমি উড়ে উড়ে
যাও কেন দূরে দূরে চলে।
হৃদয় ডানা নাই বা দিলে মেলে
থেমে যাও ,থেকে যাও -এই মনে।
নেই কোন পিঞ্জর রাখব বন্দী করে
দূরে ডালে বসে কেন ,এসো কাছে ।
ক্লান্ত ডানা তোমার চায় বিশ্রাম যে
এসো আমার হৃদয় নীড়ে ।
নীলাকাশে দেবে তুমি ডানা মেলে
দিতে হবে না তোমায় আজকে।
নীল হয়ে এসো তুমি হৃদয়ে
যেও না দূরে ঐ নীলের কাছে।
জানি, তুমি থাকো ভালো তোমার নীড়ে
ঝড় বৃষ্টি উপেক্ষা করে জড়িয়ে ধরো তারে।
তবুও;এসো তুমি চলে, এসো আমার নীড়ে
মনের নীড়ে রাখবো তোমারে।