তুমি ,রাস্তায় রক্তের দাগ দেখোনি !
তোমার হাতে লেগে আছে -
রাস্ট্রের বন্দুকের নলে
যা ছিটকে পড়ে ছিল!
যে ডাক্তার লাশ চিড়ে ছিল
তার হাতে কি লাগেনি রক্ত?
তুমি,রাস্তার রক্ত জল দিয়ে ধুয়ে দিলে
কিন্তু যে বিপ্লবের রক্তবীজ ঐ রাস্তায় জন্মেছিল
তা কি মুছে যাবে ?
একদিন ঐ রক্তবীজ থেকে একটা
দুটি করে সহস্র হাজার লক্ষ কোটি কোটি
বিপ্লব -বৃক্ষ জন্ম নেবে।
চিৎকার করে মুস্টিবদ্ধ হাত গুলো
অধিকারের আওয়াজ তুলবে।
গগনভেদী শব্দে তোমার স্বৈরাচারী শাসন
মানুষের মরা- বাঁচা লড়াইয়ে ভুপতিত হবে।
তুমি ,তখন ঐ রাস্তায় - রক্তের চিহ্ন নেই আর।