শীতের কুয়াশা সরিয়ে আলো দিয়েছে মেলে
পরিযায়ী পাখি রসিক বিলে দিয়েছে ডানা মেলে।
পরিযায়ী প্রেমিক প্রেমিকারা দিয়েছে দেখা
তুমি আর আমি দাঁড়িয়ে সেতুর উপর একা।
কতগুলি পানকৌড়ি আর বালি হাঁসের সাঁতার কাটা
আমার আর তোমার হাতটি ধরে প্রেম সাগরে ডুবটি মারা।
চারিদিকে সব বড় বড় গাছ গুলো দেয় উঁকি
তুমি আর আমি তার নিচে বসে দিই ফাঁকি।
সূর্য মামার চলে কড়া নজরদারি
আড়ালে আবডালে প্রেম করে লুকোচুরি।
আলসে চিতা মাটি না ছুঁয়ে গাছে করে পায়চারি
হরিনের দল ঘাস খেতে খেতে করে মাটিতে লুটোপুটি।
বন্দী ঘড়িয়াল প্রেমিকার খোঁজে ঘোরে এদিক ওদিক
আমাদের দেখে তার মনে জাগে হিংসা আরো বেশি ।
বদ্ধ খাঁচার পাখিরা সব ছটফট করতে থাকে
মুক্তাকাশের মুক্তালোক লেগে আছে ঠোঁটে।
তোমাকে তোমার মত করে পেতে চায় মন
আবার কবে পাবো তোমায় জানে না নির্জন ।
কত পাখির দল আসে কত দল যায় চলে
তাকিয়ে থাকি তোমার দিকে নির্বাক দৃষ্টিতে।
লুকোচুরি প্রেমের খেলা রসিক বিলে একদিন
তোমার হাতটি ধরে আসব আবার হয়ত অন্যদিন।