প্রেমের নীল ডানা মেলে উড়ে যাব কোন সাগরে -
কৃষ্ণ সাগরের তীরে তোমাকে পাব কী খুঁজে?
যদি নাই পাই তোমার দেখা প্রেম সাগরে
তোমার নিশ্চয় পাব দেখা নীলনদের তীরে।
প্রেমের নীল ডানা মেলেছি লোহিত সাগরের তীরে
হ্নদয় জুড়াবে তব আরব সাগরের তীরে।
যমুনার তীরে তোমার লীলা এ কেমন লীলা চলে
ডুব দিয়ে খুঁজি তারে নাহি দেখা মেলে।
প্রেমের নীল ডানায় ভর করে যাব ভেনিস নগরীতে
যেথায় তুমি নৌকা করে ঘুরে বেড়াও আনমনে ।
কিংবা টেমস নদীর তীরে সন্ধ্যা বেলায় তুমি ঘোরো
সেথায় আমি যাব ,খুঁজে পাব তোমায় -একটু অপেক্ষা করো।
কবিতার দেশে তোমায় খুঁজি ছন্দ মেলে না
আইফেল টাওয়ারের নীচে তোমায় পাব কি জানি না।
হয়ত কারমেল-বাই-দ্য-সির একান্ত নির্জনে বসে তুমি
সমুদ্রের জলচ্ছ্বাসে ক্যানভাসে দিচ্ছ টান রং তুলির।
দেশ দেশান্তরে ঘুরে ঘুরে তোমাকে খুঁজে না পেয়ে
ফিরে আসি প্রেমের তীর্থ বাংলা মার ঘরে।
খুঁজে পায় তোমাকে বাংলার নদ নদীর তীরে
নীল সন্ধ্যা রুপে নেমে আসো তুমি এই বঙ্গোপসাগরের তীরে।