প্রেমকে ছুঁয়ে দেখেনি
তবুও সে জড়িয়ে আছে
তাকে বলি দূরে যেতে
কাছেই থেকে যায় সে।
মনকে বশে করে
মনের উপর পায়চারি করে ।
ভয় লাগে দেখে কত সম্পর্ক যায় ভেঙ্গে ,
ভালোবেসে বিয়ে করে প্রেম যায় দূরে ,
ডিভোর্সের জন্য দৌড়ায় কোটে।
প্রেম কি বড় অদ্ভুত!কি রহস্যময়!
যারে বলি তোমায় ভালোবাসি ,
পরক্ষনেই তারেই বিদায় করি।
সে সর্বদা চলমান, পাল্টায় তার রূপ,
কত সম্পর্কের বিনিময় ঘটে প্রেমের বাজারে ,
টের পায়না কেউ তারা ,চলে গেছে প্রেম অন্যের কাছে।
তবুও প্রেমের জয়গান -গাইবো সর্বদা
জগৎ সংসার চলমান তারে ভালোবেসে।