তুমি আস্তে আস্তে গোধূলি লগ্নে
তেজি প্রেম আজ বৃদ্ধগ্ৰস্ত দ্বারে
তোমার মধ্যে ছিল সেই আলো
খুঁজে ছিলাম যারে আঁধার কালো।

ছিলাম তো মুখোমুখি তোমার
ছিলে তুমি আলোর আধার।
সকালের রবির নবীন তেজ প্রেমে
আজ যেন মনে হয় প্রেম গোধূলি অস্তাচলে।

জমেছিল প্রেম তোমার আমার
বরফের কঠিন আবরনের ভিতর।
বরফ গলে জল হয়ে দিল ভাসিয়ে
বুঝেনি সে ছিল তরল প্রেম ভিতরে।

সব প্রেমে খেলে জোয়ার ভাটা
সব প্রেমে চাঁদের আলো খেলে সর্বদা।
আমার প্রেমে ছিল সূর্য দূরন্ত তেজে
বরফের জমাট প্রেম তাই কি গেছে গলে?

প্রেম আমার দুয়ার টানে বৃদ্ধাশ্রমে
আস্তে আস্তে সে যাচ্ছে  অস্তাচলে।
তারে দেব বিদায় করে বোঝে সময়
ছেড়েছে সে আমায় বোঝে না মন।