গাছে ছিল তাজা বেগুন
হাতে পড়ে হলো পোড়া বেগুন
জীবন ছিল শৈশবে মজা
যৌবনের গনগনে আগুনে হল পোড়া।
তার সাথে ছিল প্রেম প্রখর আগুন
পথ ত বাকি ছিল অনেক খানি চলা
ছেড়ে দিলো হাত আর ধরলো না
বেকারত্বের আগুনে জীবন পোড়া।
তারপর,এসেছে প্রেম অনেকবার জীবনে
সব প্রেম ফাঁকি দিয়ে কবে পালিয়েছে
সব প্রেম খোঁজে অর্থ বেকারের জীবনে
বেকারের প্রেমের আছে কি কোন মানে?
তাজা বেগুন হয় পোড়া আগুনে
প্রেম পোড়া বেকারের আগুনে
বেগুন পোড়া খেতে মজা ছেনে
প্রেম পোড়া জীবন নেয় মজা জেনে।
বেকারের জীবনে শুধু ইন্টারভিউ আসে
ডিগ্ৰির মালা কভার ফাইলে সাটা আছে ,
পাতার পর পাতা যায় উল্টে, হয় না শেষ দেখা
সব প্রেম ইন্টারভিউ এর দরজায় যায় আটকা।
পোড়া কপাল, পোড়া বেগুন -দুজনে পোড়ে,
বেকারের জীবন পোড়ে বেকারত্বের আগুনে,
বেগুন পোড়ে গনগনে আগুনের আঁচে ,
পোড়া কপালে প্রেম কাঁদে ধ্রুবতারা সাথে।