পচা শামুকে পা না চাই কাটতে
স্রোতের প্রতিকূলে সাঁতার না চাই কাটতে।
গোলাপের সুগন্ধী সে প্রেম থাক পবিত্র
জড়িয়ে যেতে চাই না আর পাঁকে ।
নিষাদ সে প্রেম আজও আছে বেঁচে
পচা শামুকে চাই না পা দিতে।
গঙ্গা জলের মত পবিত্র সে প্রেম
অশুদ্ধ জলে চাই না গা ভাসাতে।
পচা শামুকে কেটেছে যে পা
শুকায় নি সহজে তার ঘা।