ফুল আমি কচুরিপানার
জন্ম আমার জলে
সাবেগুনি রং মোর
শাস্তি পায় কোন ভুলে?
সারাদিন ভেসে চলি
এ জল থেকে ও জলে
অনেক ফুল ডাঙায় দেখি
সদা হাসে ও খেলে।
পদ্ম ফোটেও জলে
কেউ কি তারে দেয় দূরে ঠেলে?
স্থান পায় সে দেবতার পদতলে
আমার এ দুঃভাগা কোন পাপে?
ফুল আমি কচুরিপানার
যদি পেতাম আদর সবার ।
ধন্য হতো জীবন মোর
দেবতার পদতলে জীবনভর।