পথ তো কোনদিন সোজা যায় না
একই পথে তো সবাই চলে না।
আকাশের  ঐ পারে যেতে হবে জানে
সব পথ এক বিন্দুতে মিলিত হবে।
বিন্দু থেকে বার হয়ে পথ চলে একে বেঁকে
এক পথের সাথে  আর এক পথের মিল নেই যে,
মেশে যখন এক  পথ আর এক পথের সাথে,
পথের কাটা গুলো হুল হয়ে ফোটে।
এ বলে আমার পথ জায়গা নাই দেবো
ও বলে আমার পথ সুন্দর জায়গা না দেবো।
পথ ভাবে এলাম তো একই বিন্দু বেয়ে
যতই চলি ততই দ্বন্দ্ব বেড়েই চলে।
আকাশের ও পারে বসে আছে যিনি
আজও  নিচের দিকে তাকিয়ে হাসেন তিনি ।
আমারই একটি পথ , হয় সব ভিন্ন পথের যাত্রী
আত্মার বানী ভুলে করে মারামারী।
পথে ছিল না কোন কাঁটা, ছিল ফুলে ভরা
ফুল গুলো সব ঝড়ে যায় পথ হয় কাঁটা।
পথের আলো নিভে যায় অন্ধকারে সব
টর্চের আলো কতদিন বুঝবে একদিন সব।