পরাঙ্মুখ হয়ে গেছো চলে
চেতনা আর অল্প আছে দেহে,
ফিরে যদি আসতে ,
পরাঙ্মুখ ত্যাগ করে।
চেতনা পেলে লোপ
দিতে দূরে ঠেলে।
চোখের দৃশ্যে থাকবে না,
কন্ঠস্বর কানে পৌছাবে না।
তোমার উষ্ণ হাত রেখো দেহে
শিরাগুলি যদি ওঠে জেগে
তুমি এসেছ যাব বুঝে।
আমার শীতল শরীর হয়ত
আর জাগবে না কোন দিন
পরাঙ্মুখ হয়ে যেও ছোঁয়ার পরে।