পালিয়ে বেড়াই
দেশ কাল সমাজের
বাইরে আবরণে।

পালিয়ে বেড়াই
বাস্তবের ছায়ার বাইরে
অবাস্তুবের রাজ্যের মধ্যে।

পালিয়ে বেড়াই
তোমার হৃদয়ের বাইরে
শুধু অন্ধকারে!