শরতের কাশফুলের মতো নির্জনে দাঁড়িয়ে
শুষ্ক খড়কুটোর মত পাখির ঠোঁটে গুঁজে
দেখেছি তাকে নীরবে হৃদয়ের দরজার বাইরে
উড়ে যেতে আকাশের নীলে লীন হতে।
বৈশাখের বৃষ্টির মত তার অপেক্ষায় এই জীবনে
হয়নিকো সে বর্ষার বারিধারার মত এই মনে।
নীলকুঞ্জিরির মত তার অপেক্ষায় দিন কাটে
পাখির ঠোঁটে কাশফুলের খড়কুটোর নীড়ে।