ওহে চিল -দাও তোমার ঐ কালো দুটি ডানা
ঝেড়ে দিতে চায় জীবনের সমস্ত বেদনা।
ঐ দূরের শ্রাবণের কালো মেঘের ভিতর
ঝরে পড়বে বৃস্টি হয়ে তার গায়ে উপর।
অশ্রু ধারা সে দেখেনি নেমে ছিল চোখে
বৃষ্টির প্রতিটি কনা তাকে বলে দেবে বেঁচে থাকার মানে।
বৃষ্টির শব্দে সে বুঝে যাবে বেদনার হাহাকার
ওহে চিল -দাও তোমার ভরসার ডানা দুটি একবার।