ও শ্যামা পাখি-
ডানা মেলে উড়ে যেও না
তোমার ডানায় নাও আমারে
উড়ে নিয়ে যাও আরও দূরে।
আরও দূরে ঐ সবুজ ঘেরা বনে
আরও দূরে ঐ নীল সমুদ্রের পাড়ে ।
ও শ্যামা পাখি-
তোমার ছোট ডানায় দিও একটু জায়গা
উড়ে যেতে চায় তোমার সাথে দূর দূরান্তে
মিশে যেতে চায় আকাশের নীলের সাথে।
ভালোবাসার সাগরে সাঁতার দিতে
জীবনের ক্লান্তি তোমার ডানায় ঝেড়ে দিতে।
ও শ্যামা পাখি-
তোমার ঐ ক্ষুদ্র ডানায় আছে শান্তি!
এই জগতের মহাসুখ কি?
খুঁজে ফিরি।
তোমার ছোট ডানার স্পর্শে
হয়ত পাব খুঁজে তারে ।
ও শ্যামা পাখি-
যেয়ো না চলে দূরে
আমারে তুলে নাও তোমার ডানাতে
তোমার ক্ষুদ্র সংগীতের মাঝে
ভুলে যেতে চাই সব দুঃখ বেদনা যে
সব হারানো মাঝে দাও হারিয়ে।