সে প্রতিদিন নিমকি নিয়ে আসে
টিফিনের সময় আমরা খায় একসাথে ।
মচমচে বেশ খাস্তা নিমকি
যখন দেখি মনে হয় গোলাপী!
নিমকির প্রেমে আমি পরেছি
না তার প্রেমে আমি
না সে আমার প্রেমে!
অনুভুতি জাগে কার্তিকের শেষে
নিঃশব্দ শিশিরের মতো।
প্রকাশ পায় চোখে মুখে
সজনের ফোঁটা ফুলের মতো।
দুজনের ভরপুর সংসার
তবু মনের মধ্যে খেলে জোয়ার।
নিঃশব্দ ,নিঃশব্দে বলা
নিমকির সাথে আমাদের চলা।
দুজনের সাজানো সংসার
প্রেমের স্রোতে ভেসে যাক!
সমাজে মূল্যহীন সে প্রেম
কবরে চাপা থাক।

ধিকি ধিকি জ্বলতে থাকা আগুনে
নিমকি ভাজা কড়া পাকে।
কচমচ করে চিবিয়ে
চাপা প্রেম হজম করি দুজনে।
প্রতিদিন সে নিয়ে আসে
প্রতিদিনই আমরা খাই একসাথে।
জানে না কেউ নিমকির -
মধ্য দিয়ে দিশাহীন প্রেম চলে  ।