নীল প্রজাপতি যে প্রতিদিন
সকাল বিকাল আমার বাগানে উড়ে বেড়ায় ,
আমি বারান্দায় বসে যারে দেখি।
আমি অনেক অনেক ফুলগাছ বুনেছি
প্রতিটি গাছের যত্ন নিয়েছি,
সেই নীল প্রজাপতি যেন বাগানেই থাকে ।
সেই নীল প্রজাপতি যার প্রেমে পড়েছি
সেই নীল প্রজাপতি যার অপেক্ষায় প্রতিদিন থাকি।


সেই নীল প্রজাপতি যার নাম জানিনা
রোজ তারে দেখি বলে ভূলে যায় ।
সেই নীল প্রজাপতি উড়ে উড়ে ফুলের সাথে
ভালোবাসার কথা বলে বেড়ায়।
কয়েক দিন থেকে সে আসে না,
সে কেন আর আসে না ?
সে কি অসুস্থ?
তার সুন্দর ডানা কি ক্ষত বিক্ষত?


তার সাথীরা এসে ঘুরে চলে যায়
আমার চোখ তো শুধু তারে চাই।
আমার মন বাগান ফুলে ভর্তি -তবু মন একাকী
সেই নীল প্রজাপতি ,ভালো বেসে যারে নাম দেব -মালতী
সেও কি সবার মত দেবে ফাঁকি?
যারে জড়িয়ে ধরেছি সে গেছে চলে
প্রেম এসেছিল বারে বারে।
ভেবেছিলাম তোমার শুধু ফুল দরকার
আমার তো ভালোবাসার।