সারাদিন দাঁড়িয়ে থাকো
কার জন্য অপেক্ষা?
কেউ কি কথা দিয়ে গেছে
আসবে সে কি আবার ফিরে?
ঝড়- জল -বৃস্টি আর
প্রচন্ড তাপের সাথেই
তোমাকে দেখি শুধু খেলতে
কার অপেক্ষায় পথ চেয়ে?
ভেতরে ভেতরে হচ্ছ ক্ষয়
অবজ্ঞা-ভালোবাসার জল
ঝড়ে পড়ে তোমার চোখ থেকে
তোমার পদতলে -মাটি দুর্বল ।
তবুও তোমার অপেক্ষা
অযত্নে রেখে গেছে সে
একদিন আসবে ফিরে
গাছে নতুন মুকুল ধরেছে।