মুখোমুখি বসার সাহস নেই
কবে ছেড়ে এসেছে তারে
তিতাস নদীর ওপারে
এখন হয়ত সে বসে বসে
নদীর জলের স্রোত গোনে।
বসে ছিল অনেক বার
মুখোমুখি দেখার সাধ
হয়েছিল অনেক কথা
আজ পড়ে আছে শুধু ব্যথা
মৃত নক্ষত্রের আলো হয়ে আসে।
স্বপ্ন দেখেছিল অনেক খানি
নৌকা দিয়েছিল ভাসিয়ে
দূরন্ত নদীর ভয়ংকর স্রোতে
ভেঙে গেছিল জীবন খানি
এখন হয়ত ভাঙা নৌকার দাঁড় খোঁজে।
আজও ভাবে সে আসবে এপারে
মুখোমুখি বসার সাধ হয়নি শেষ
কত কথা বলার আছে মনে পড়ে
নদীর নুড়ি তুলে পার তোলে
মুখোমুখি বসার দৃঢ় বাঁধ।