নীল সবুজের ডানা মেলে
গেছো কোথায় উড়ে।
ফুল গুলো সব অসহায়
এসো তুমি ফিরে।

বাগান তোমায়  বেড়ায় খুঁজে
ফুল গুলি সব ঝরে পড়ে।
তুমি কোথায় পড়ো লুকিয়ে
মন যে তোমায় পায় না খুঁজে।

ফুলের বাগান,মন-বাগান
দুজনেরই আজ একা কাটে
গেছো তুমি কোন সাগরে
গাঙ চিল যে তোমায় খোঁজে।

জুঁই ফুল আর শিউলি ফুলের
খোঁপা গেঁথেছি তোমার কেশে
কোথায় পড়লে তুমি লুকিয়ে
মালা যে যায় শুকিয়ে।

এসো তুমি তাড়াতাড়ি
মন যে আমার একাকী
পারছি না আর সইতে
মন ফুল যায় শুকিয়ে।