মগজ গেছে পচে,
মানুষের চিন্তন হারিয়েছে পথ,
বড় বড় ডাক্তাররা বোঝে সব।
ধর্মের ওষুধ খাইয়ে করে অচেতন,
কোন এন্টিবায়োটিক করে না কাজ!
পেটে জ্বালা যতই জ্বলুক
মগজে যায় না সংকেত ।
পচে গেছে মগজ কবে
চলে লড়াই অন্ধে অন্ধে,
চশমার দোকান বন্ধ যে,
রক্তের ভিতরে ধর্ম নেশা,
এন্টিবায়োটিক রয়েছে ধন্দে।