তাকে কোনদিন ডাকেনি কাছে
সব কেড়ে নেয় যদি পাছে।
সে সর্বদা পিছনে হেসে যায়
তবুও তাকে পারেনি তাড়াতে।

দিন দিন সম্পর্ক তার সাথে
গাঢ় থেকে আরো গাঢ় যায় হয়ে ।
পারছি না আর তাকে এড়িয়ে যেতে
মনে হয় মাথার দিকে জানলায় সে বসে।


গভীর প্রেমে পড়ে যায় তার দিকে
চুম্বন হয়ত দেবে সে কোন এক বেলাতে।
চোখ বন্ধ করতে বলে সে ধরবে জড়িয়ে
ভালোবাসা ছিল না যার প্রতি কোনদিন যে।